দুর্গাপুরের এক চিকিৎসকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কয়েক ধাপে দেড় লাখ টাকা গায়েব হয়ে যাওয়ার পর ওই চিকিৎসক আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারনারেটের সাইবার ক্রাইম বিভাগের দ্বারস্থ হলেন। জানা গেছে, ওই চিকিৎসক দুর্গাপুর স্টিল প্ল্যান্ট মেন হাসপাতালের চিকিৎসক। নাম গোবিন্দ চন্দ্র মন্ডল।
গোবিন্দবাবুর অভিযোগ, একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বেনাচিতি শাখায় তাঁর অ্যাকাউন্ট থেকে কয়েক ধাপে লাখ দেড়েক টাকা উধাও হয়ে যায়। অথচ তাঁর মোবাইলে কোন মেসেজ আসে নি। তিনি জানান, জুলাই মাসে ব্যাঙ্কের পাশ বুক আপডেট করতে গিয়ে দেখেন তাঁর অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করে অনলাইনে কয়েক ধাপে দেড় লাখ টাকার জিনিসপত্র কেনা হয়েছে। অথচ তাঁর মোবাইলে কোন মেসেজ আসে নি। তিনি নিজেও অনলাইনে কোন কেনাকাটা করেননি। গোবিন্দবাবুর অভিযোগ, ব্যাঙ্ক তো এসএমএস অ্যালার্ট দেওয়ার জন্য চার্জ নেয় তাহলে কেন মেসেজ এলার্ট আসবে না? গোবিন্দবাবু সন্দেহ করছেন, বড় কোন প্রতারণা চক্র এর পিছনে কাজ করছে। তাই তিনি ব্যাঙ্কে অভিযোগ জানানোর পাশাপাশি সাইবার ক্রাইম বিভাগকে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের কড়া শাস্তির দাবি জানান।