এটিমে পড়ে থাকা টাকা পুলিশের হাতে তুলে দিয়ে সততার নজির রাখলেন দুর্গাপুরের এক স্বর্ণ ব্যবসায়ী। মঙ্গলবার সকালে স্ত্রীকে সাক্ষী রেখে দুর্গাপুর থানায় কর্তব্যরত পুলিশ আধিকারিকের হাতে ৯৫০০ টাকা লিখিত ভাবে তুলে দিলেন ওই ব্যবসায়ী। স্বামীর সততা দেখে গর্বিত ব্যবসায়ীর স্ত্রী। ওই ব্যবসায়ীর সততায় পুলিশও খুশি।
জানা গেছে, দুর্গাপুরের ধোবিঘাটের বাসিন্দা স্বর্ণ ব্যবসায়ী নীলকান্ত ধাড়া সোমবার রাতে দুর্গাপুরের প্রান্তিকার পেট্রল পাম্প সংলগ্ন একটি রাষ্ট্রয়াত্ত ব্যাঙ্কের এটিএমে টাকা তুলতে গিয়ে দেখেন এটিএম মেশিনে ৯৫০০ টাকা বেরিয়ে রয়েছে। নীলকান্তবাবু ওই টাকা এটিএম মেশিন থেকে সংগ্রহ করে এটিএমের নিরাপত্তারক্ষীদের বিষয়টি জানাতে গেলে দেখেন, ওই এটিএমে কোন নিরাপত্তারক্ষী নেই। তারপর সেই টাকা বাড়তি নিয়ে এসে সোমবার রাতেই দুর্গাপুর থানায় এক পরিচিত পুলিশকর্মীকে ফোনে টাকা জমা দেওয়ার আর্জি জানিয়ে বিষয়টি জানান। তারপর পুলিশ কর্মীর পরামর্শে মঙ্গলবার সকালে নীলকান্তবাবু স্ত্রী সুতপা ধাড়াকে সঙ্গে নিয়ে দুর্গাপুর থানায় লিখিত ভাবে ওই টাকা জমা দেন। নীলকান্ত ধাড়ার সততার নজিরে দুর্গাপুর থানার পুলিশও খুশি এবং নীলকান্ত ধাড়াকে ধন্যবাদ জানায় দুর্গাপুর থানার পুলিশ। স্বামীর সততার সাক্ষী হতে পেরে নীলকান্তবাবুর স্ত্রী সুতপা ধাড়াও খুশির কথা জানান।