কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে শুক্রবার সকাল থেকে মহরমে মেতেছে শিল্পাঞ্চলের সমস্ত মানুষ। সকাল থেকে দুর্গাপুরের কাদারোড, মেনগেট, নয়িম নগর, মসজিদ মহল্লা, নিশানহাট সহ বিভিন্ন এলাকায় মহরমের আনন্দে মেতে ওঠে মুসলিম সম্প্রদায়ের মানুষের সঙ্গে সঙ্গে বিভিন্ন সম্প্রদায়ের মানুষও।
এদিন সকাল থেকেই বিভিন্ন মহল্লায় মহরমের বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। মুসলিম যুবকরা লাঠি খেলা সহ বিভিন্ন খেলা প্রদর্শন করে। শুক্রবার সন্ধ্যায় দুর্গাপুরের ভিড়িঙ্গী মোড় থেকে বেনাচিতি বাজারে দিকে নাচন রোড ধরে আরও বিভিন্ন এলাকার মহরমের বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে বলে জানিয়েছেন দুর্গাপুর পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা। সেইজন্য দুর্গাপুরের ভিড়িঙ্গী মোড় থেকে বেনাচিতি বাজারের মেন রোড, নাচন রোড শুক্রবার বিকেলে থেকে রাত পর্যন্ত দুর্গাপুর ট্রাফিক পুলিশ যানবাহন চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে।