দুর্গাপুরের সিটিসেন্টারে গড়ে উঠতে চলেছে অত্যাধুনিক বাস টার্মিনাস। সিটিসেন্টারের এসবিএসটিসি বাস স্ট্যান্ডটির আধুনিকিকরণের কাজ শুরু করতে বুধবার শিলান্যাস করা হল। শিলান্যাস করেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস বন্দোপাধ্যায়। অনুষ্ঠানে দুর্গাপুরের মহকুমাশাসক তথা পশ্চিম বর্ধমানের অতিরিক্ত জেলাশাসক শঙ্খ সাঁতরা সহ এসবিএসটিসির আধিকারিক এবং দুর্গাপুর নগর নিগমের অনেকে উপস্থিত ছিলেন। দুর্গাপুরের মহকুমাশাসক শঙ্খ সাঁতরা কর্মভার নিয়ে দুর্গাপুরে এসেই গত বছর সিটিসেন্টার এসবিএসটিসি বাস স্ট্যান্ডটি আধুনিকিকরণের জন্য উদ্যোগী হন। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ ও এনএসপিসিএল এর যৌথ আর্থিক অনুদানে অত্যাধুনিক বাস স্ট্যান্ডটিতে যাত্রীদের জন্য সিসি টিভি সহ অত্যাধুনিক টিকিট কাউন্টার, বিশ্রামাগার, শৌচালয় সহ অনেক বাস একসঙ্গে দাঁড়ানোর ব্যবস্থা থাকবে বলে জানা গেছে। এদিন সিটি সেন্টারের বাসস্ট্যান্ডটির উন্নয়নের জন্য শিলান্যাস করার পর আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস বন্দোপাধ্যায় বলেন দুর্গাপুরে আরও একটি আন্তর্জাতিক মানের বাস টার্মিনাসের খুব শীঘ্রই চালু করার প্রশাসনিক প্রক্রিয়া চলছে। একই সঙ্গে তাপসবাবু আরও বলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের গেস্ট হাউসটিরও খুব শীঘ্রই  উন্নিত করা হবে। যাতে মুখ্যমন্ত্রী সহ বিশষ্টরা আগামীদিনে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের গেস্ট হাউসেই দুর্গাপুরের এসে বিশ্রাম নিতে পারেন।

Like Us On Facebook