দুর্গাপুর ইস্পাত কারখানার ব্লাস্ট ফার্নেস ও কোক ওভেন প্ল্যান্টে গ্যাস লিকেজের ঘটনা ঘটলে কর্মীদের প্রাণ বাঁচাতে আপদকালীন ভিত্তিতে তাঁদের কিভাবে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে তার মহড়া হল মঙ্গলবার দুর্গাপুর ইস্পাত কারখানায়।
এনডিআরএফ বা ন্যাশনাল ডিজাস্টার রেসকিউ ফোর্সের সদস্যরা এই মহড়ার নেতৃত্বে ছিলেন। দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল কারখানার কর্মীরা ছাড়াও দুই কারখানার কর্তব্যরত আধিকারিক সহ সিআইএসএফ ও ডিএসপির ফায়ার ডিপার্টমেন্টের কর্মীরা এই মহড়ায় অংশ নেন। মঙ্গলবার সকালে এই মহড়াকে কেন্দ্র করে ব্লাস্ট ফার্নেস ও কোক ওভেন প্ল্যান্ট চত্ত্বরে সাময়িক আপদকালীন পরিস্থিতি তৈরি করা হয়।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?
Like Us On Facebook