বহুজাতিক মোবাইল সংস্থার নাম ভাঁড়িয়ে জমিতে টাওয়ার বসিয়ে স্বাস্থ্য বীমা সহ এক গুচ্ছ সুবিধা পাইয়ে দেবার নামে প্রতারণা করার অভিযোগে অভিযুক্ত এক ব্যাক্তিকে ধরে বৃহস্পতিবার কাঁকসা থানার পুলিশের হাতে তুলে দিল দুর্গাপুরের গোপালপুরের বাসিন্দারা।
জানা গেছে, গোপালপুরের বাসিন্দা স্বাস্থ্য দপ্তরের কর্মী উৎপল দত্ত সহ কয়েকজনকে ফোনে বহুজাতিক মোবাইল সংস্থার নাম ভাঁড়িয়ে জমিতে টাওয়ার বসানোর নামে টাকা আত্মসাৎ করার মতলব আঁটে এক ব্যক্তি।উৎপল দত্ত নামে এক স্বাস্থ্য দপ্তরের কর্মী প্রলোভনে পা দিয়ে ১৫ হাজার টাকার চেক দিয়ে দেন। ইতিমধ্যে সংবাদপত্রে একই ধরণের প্রতারণার সংবাদ পড়ে টনক নড়ে উৎপলবাবুর। এরপরেই অভিযুক্ত ব্যক্তি অন্যান্যদের কাছে বৃহস্পতিবার ফের চেক নিতে এলে অভিযুক্ত ব্যক্তিকে ধরে কাঁকসা থানার পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ পুরো ঘটনার তদন্তে নেমেছে।