.

গত কয়েকদিন ধরেই দুর্গাপুর নগর নিগমের পক্ষ থেকে দুর্গাপুরের বিভিন্ন জায়গায় করোনার র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করানো হচ্ছে। আজ, শনিবার দুর্গাপুরের ২৪ নং ওয়ার্ডে মামড়া বাজারে নগর নিগমের মোবাইল ভ্যানে সকাল থেকেই র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়। পুরমাতা লাভলী রায়ের উদ্যোগে মামড়া বাজারের ব্যাবসায়ী ও দোকান কর্মীরা এদিন র‍্যাপিড টেস্ট করান। বাজার করতে আসা সাধারণ মানুষও টেস্ট করান। পুরমাতা লাভলি রায় জানাচ্ছেন, যে সমস্ত মানুষের ঠান্ডার ধাত আছে, কিংবা ঠান্ডা লেগে সর্দিকাশি হচ্ছে, তাঁদেরকে বিশেষ করে অনুরোধ করা হচ্ছে এই টেস্ট করানোর জন্য। পুরমাতার উদ্যোগে এই র‍্যাপিড টেস্টে খুশী ব্যাবসায়ী মহল থেকে সাধারণ মানুষ।

Like Us On Facebook