নিষিদ্ধপল্লীর শিশুদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল রবিবার একটি কম্পিউটার উপহার দিলেন। দুর্গাপুরের কাদা রোডের নিষিদ্ধপল্লীতে দুর্বার সমিতির সদস্যদের হাতে বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল রবিবার একটি কম্পিউটার তুলে দেন।
জানা গেছে, দুর্বার সমিতির সদস্যরা বিধায়ক বিশ্বনাথ পাড়িয়ালকে বেশ কিছুদিন আগে তাঁদের সুবিধা-অসুবিধার কথা জানতে গিয়েছিলেন। সেই সময় দুর্বার সমিতির সদস্যরা বিধায়কের কাছে এলাকার শিশুদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে একটি কম্পিউটারের আবদার করেন। বিধায়কের কাছে সেই আবদারের পর বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল তাঁর এক বন্ধুর সহায়তায় একটি কম্পিউটার কিনে রবিবার দুর্গাপুরের কাদা রোডে দুর্বার সমিতির সদস্যদের হাতে তুলে দেন। বিশ্বনাথ পাড়িয়াল কম্পিউটারটি উপহার দিয়ে বলেন, ‘দুর্বার সমিতির সদস্যরা এমন একটি জিনিস আবদার করছিল যা বিধায়ক তহবিল থেকে নিয়মের বেড়াজালে দেওয়া সম্ভব হচ্ছিল না। তাই আমার এক বন্ধুকে একটি কম্পিউটার উপহার দেওয়ার কথা বলতেই সে প্রস্তাব সানন্দে গ্রহণ করে। সেই কম্পিউটারটিই আজ আমি দুর্বার সমিতির সদস্যদের হাতে তুলে দিতে পেরে খুব ভাল লাগছে।’