‘গীতাঞ্জলি’ পরিবারের উদ‍্যোগে দুর্গাপুরের গান্ধী মোড়ে তিন দিন ব্যাপী মিষ্টি উৎসব শুরু হল শুক্রবার সন্ধ্যায়। চলবে রবিবার পর্যন্ত। রাজ্যের বিভিন্ন প্রান্তের মিষ্টান্ন প্রতিষ্ঠানগুলি রকমারি সব মিষ্টির পসরা নিয়ে উপস্থিত হয়েছে এই মিষ্টি উৎসবে। শুরু থেকেই দুর্গাপুরের রসনা প্রিয় মানুষের মনে ছাপ ফেলেছে প্রিয় সব মিষ্টান্ন প্রতিষ্ঠানের নানা রকম মিষ্টির ডালি।

শুক্রবার সন্ধ্যায় আসানসোলের মেয়র জিতেন্দ্র তেওয়ারি এই মিষ্টি উৎসবের সূচনা করেন। এবার পাঁচ বছরে পড়ল এই মিষ্টি উৎসব। গীতাঞ্জলি পরিবারের মূল উদ্যোক্তা দুর্গাপুরের ডেপুটি মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন মিষ্টি উৎসবকে কেন্দ্র করে দুর্গাপুর শিল্পাঞ্চলের মানুষ বছরের এই তিন দিন রাজ্যের সেরা সব মিষ্টির স্বাদ এই উৎসবে এসে উপভোগ করতে পারেন। সেই লক্ষ্যে প্রতি বছর দুর্গাপুরের গীতাঞ্জলি পরিবার মিষ্টি উৎসব করে আসছে। রাজ্যের বিভিন্ন প্রান্তের বিখ্যাত সব সুস্বাদু মিষ্টি এক সাথে হাতের কাছে পাওয়ায় চেটেপুটে খাচ্ছেন মেলায় আসা মানুষজনও।





Like Us On Facebook