ফের দুষ্কৃতীরা রাতের অন্ধকারে বাড়ির সামনে রাখা বাইকে আগুন ধরিয়ে দিল। এবার দুষ্কৃতীরা বাইক পোড়ালো দুর্গাপুরের অভিজাত এলাকা বিধান নগরের সঞ্চিতা পার্কে। গত কয়েকমাস ধরেই দুর্গাপুরের বিভিন্ন এলাকায় একের এক পর বাড়ির সামনে রাখা গাড়ি বা বাইকে দুষ্কৃতীরা রাতের অন্ধকারে আগুন ধরিয়ে দিচ্ছে। কোন ঘটনার এখনও পর্যন্ত পুলিশ কিনারা করতে পারে নি। এরইমধ্যে ফের বিধান নগরের মতো অভিজাত এলাকায় দুষ্কৃতীরা রাতের অন্ধকারে বাইক পুড়িয়ে দেওয়ায় আতঙ্ক ছড়িয়েছে শিল্পাঞ্চল জুড়ে।
জানা গেছে, বৃহস্পতিবার রাত তিনটে নাগাদ বাড়ির কুকুরের চিৎকারে ঘুম ভেঙে গেলে ব্যাঙ্ক কর্মী মৃণাল কান্তি সিনহা দেখেন পাশের বাড়িতে রাখা তাঁর বাইকটি দাউ দাউ করে আগুনে পুড়ছে। পাশে রাখা আরও দুটি বাইকেও আগুন ছড়িয়ে পড়ছে। মৃণালবাবু কাল বিলম্ব না করে বাড়ির জলের পাম্প চালিয়ে বাইককের আগুন নেভানোর চেষ্টা করেন। আগুন যখন নিভল তখন দুটো বাইকে অল্প বিস্তর ক্ষতি হলেও মৃণালবাবুর বাইকটি পুড়ে ভস্মীভূত হয়ে যায় বলে জানা গেছে। এই ঘটনার পর নিউ টাউনশিপ থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্তে নামে।