দুর্গাপুরের মেনগেট সংলগ্ন তামলা এলাকায় একটি মন্দিরে দুষ্কৃতীরা রাতের অন্ধকারে দেবীমূর্তি বেদি থেকে উল্টে ফেলে দেওয়ার ঘটনায় শনিবার সকালে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। প্রতিবাদে স্থানীয়রা জাতীয় সড়ক অবরোধ করেন। পরে পুলিশ এসে অবস্থার সামাল দেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে মন্দিরের দরজা খুলতে এসে মন্দিরের সেবাইত দেখেন মন্দিরের দরজার তালা ভাঙা। এবং মন্দিরে ঢুকে সেবাইত দেখেন দুষ্কৃতীরা মন্দিরের মূর্তিটিকে উল্টে ফেলে দিয়ে গেছে। অথচ মন্দিরের যাবতীয় জিনিস পত্র যেমন ছিল তেমনিই রয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় মানুষ দোষীদের গ্রেফতারের দাবিতে বেশকিছুক্ষণের জন্য জাতীয় সড়ক অবরোধ করে। খবর পেয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে আসেন। পুলিশি আশ্বাসে পথ অবরোধ উঠে যায়। পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে বলে জানা গেছে।
দুই বর্ধমান জেলার খবরে আপডেটেড থাকতে আপনার ফেসবুকে ‘See First’ অ্যাক্টিভেট করুন