দুর্গাপুরে বিধাননগরের হাউসিংয়ের তিনতলায় একটি ফ্ল্যাটে চুরি করে পালাতে গিয়ে দুই দুষ্কৃতী পড়শীদের হাতে ধরা পড়ে গণধোলাই খেল। ঘটনাটি ঘটেছে সোমবার। পুলিশ দুষ্কৃতীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
জানা গেছে, বিধাননগর হাউসিংয়ের তিনতলায় একটি ফ্ল্যাটে থাকেন সুকুমার কুন্ডু। স্থানীয় জোনাল মার্কেটে তাঁর একটি ঘড়ির দোকান আছে। এদিন তিনি যখন দোকানে ছিলেন সেইসময় তাঁর স্ত্রী বন্দনা কুন্ডু স্থানীয় মার্কেটে যাওয়ার সময় বাড়িতে তালা দিয়ে বের হন। বাড়িতে ফিরে তিনি দেখেন বাড়ির দরজা আলতো খোলা। বন্দনাদেবী আতঙ্কিত হয়ে চোর চোর করে চিৎকার করতেই বাড়ির ভেতর থেকে গহনাগাটি নিয়ে দুই যুবক বের হয়ে বন্দনা কুন্ডুর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ বন্দনা কুন্ডুর। এরপর পড়শীরা একজোট হয়ে ওই দুই দুষ্কৃতীর খোঁজে পিছু পিছু দৌড়ে এসে দুর্গাপুর মহকুমা হাসপাতালের বাসস্ট্যান্ড থেকে বেনাচিতিগামী একটি মিনিবাসে দুই দুষ্কৃতী উঠতে যাওয়ার মূহুর্তে ধরে ফেলে বেধড়ক গণধোলাই দেয়। খবর পেয়ে এনটিএস থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত দুই দুষ্কৃতীকেই উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। এটা আদতে চুরির ঘটনা নাকি অন্যকিছু পুলিশ সেদিকটাও খতিয়ে দেখছে।