ফের সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দুর্গাপুরে জেমুয়ার স্টিল পার্ক শাখার এটিএম ভেঙে টাকা লুঠের চেষ্টা করল দুষ্কৃতীরা। যদিও এটিএমের কোন টাকা লুঠ করতে পারে নি দুষ্কৃতীরা বলে পুলিশ সূত্রে জানা গেছে। কয়েক দিন আগে ভগৎ সিং মোড়ের কাছে মাইকেল মধুসূদন কলেজের পাশে একই ব্যাঙ্কের এটিএম ভেঙে লুঠের চেষ্টা হয়। সপ্তাহ না গড়াতেই ফের ওই ব্যাঙ্কের জেমুয়া স্টিল পার্ক শাখার এটিএম ভেঙে লুঠের চেষ্টার খবরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
জানা গেছে, সোমবার রাতে দুষ্কৃতীরা এই এটিএমে লুঠের চেষ্টা করে। মঙ্গলবার সকালে গ্রাহকরা এটিএমে টাকা তুলতে এসে এটিএম মেশিন ভাঙা অবস্থায় দেখে পুলিশে খবর দেয়। পুলিশ এসে এটিএমটি সাময়িক বন্ধ রেখে তদন্তে নামে। এক সপ্তাহের মধ্যে একই ব্যাঙ্কের পরপর দুটি এটিএমে লুঠের চেষ্টা নিয়ে কোন কিছু বলতে অস্বীকার করেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ। জানা গেছে, জেমুয়া স্টিল পার্ক শাখার এই এটিএমে সোমবার রাতে কোন নিরাপত্তারক্ষী ছিলেন না।