পড়শিদের অভিযোগে নির্যাতনের শিকার এক নাবালিকা পারিচারিকাকে পুলিশ সোমবার উদ্ধার করে হোমে পাঠাল। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের সিটিসেন্টারের প্রফুল্ল চাকি সরনিতে। জানা গেছে ঝাড়খন্ডের বাসিন্দা এক নাবালিকা পারিচারিকা সিটিসেন্টারের প্রফুল্ল চাকি সরনির বাসিন্দা রাজবাঁধের এক রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার আধিকারিক জয়দেব মান্না ও তাঁর স্ত্রী চন্দনা মান্নার বাড়িতে পারিচারিকার কাজ করত। জয়দেববাবু ও চন্দনা দেবীর এক মেয়ে ও এক মানসিক ভারসাম্যহীন ছেলে রয়েছে। ওই ছেলেকে দেখভাল করত ওই নাবালিকা পারিচারিকা। পড়শিদের অভিযোগ সারাদিন কাজ করেও ওই নাবালিকার কপালে খাবারের পরিবর্তে কেবল মারধর জুটত। সারা শরীর দগদগে আঘাতের চিহ্ন বিদ্যমান। সোমবার মান্না দম্পতি বাড়িতে না থাকায় সুযোগ বুঝে নাবালিকা তার উপর অত্যাচারের কথা পড়শিদের জানানোয় পড়শিরা দুর্গাপুরের মহকুমাশাসক শঙ্খ সাঁতরার দ্বারস্থ হন। মহকুমাশাসকের নির্দেশ পেয়ে সিটিসেন্টার ফাঁড়ির পুলিশ নাবালিকাকে উদ্ধার করে শিশুকল্যান সমিতির হাতে তুলে দেয় এবং মান্না দম্পত্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করে। যদিও মান্না দম্পত্তি নাবালিকার অভিযোগ অস্বীকার করছে। মহকুমাশাসক শঙ্খ সাঁতরা বলেন এই ঘটনায় দোষীদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে। একই সঙ্গে মেয়েটির চিকিৎসার ব্যবস্থাও করা হচ্ছে।
Like Us On Facebook