সারা দেশ জুড়েই বাঙালিদের উপর অত্যাচার চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর প্রতিবাদে দেশজুড়ে আন্দোলন গড়ে তুলছেন। বিজেপি এনআরসি ইস্যুতে অসমে বাঙালিদের উপর যে অত্যাচার চালাচ্ছে তা আগামী ২০১৯ -এ দৃষ্টান্ত স্থাপন করবে। দুর্গাপুরের সিটি সেন্টারের নিউ বিদিশা কো-অপারেটিভ হাউসিং সোসাইটির রজত জয়ন্তী উপলক্ষে এক অনুষ্ঠানে এসে একথা বলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়।
বাংলা জয়ের পর বিজেপি পশ্চিমবঙ্গের নাগরিকপঞ্জি তৈরি করবে বলে যে ঘোষণা করেছে সেই প্রশ্নের উত্তরে অরূপ বাবু এদিন বলেন, বিজেপির গাছে কাঁঠাল গোঁফে তেল অবস্থা। ২০১৯-এ বিজেপি আগে দিল্লির গদি বাঁচাক তার পর বাংলা জয়ের স্বপ্ন দেখবে। এদিন অরূপবাবু দুর্গাপুর থেকে বাঁকুড়ার উদ্দেশ্য রওনা দেন। মন্ত্রী অরূপ রায়ের সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলার আইএনটিটিইউসির সভাপতি বিশ্বনাথ পাড়িয়াল।