মিনিবাসের ধাক্কায় এক কিশোরের জখম হওয়াকে কন্দ্র করে ভিড়িঙ্গী স্কুলের সামনে উত্তেজিত জনতা বেধড়ক মারধর করল মিনিবাসের চালককে।মিনিবাসের গতিতে রাশ টানার দাবিতে স্থানীয় মানুষ বেশ কিছুক্ষণ নাচন রোড অবরোধ করেন। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন স্থানীয় মানুষ। পুলিশ মিনিবাসের চালক ও মিনি বাসটিকে আটক করে থানায় নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভিড়িঙ্গী নঈমনগরের বাসিন্দা ইরফান নামে এক সাইকেল আরোহী কিশোর মায়ের অসুস্থতার জন্য ভিড়িঙ্গীর একটি ওষুধের দোকানে ওষুধ কিনতে এসে মিনিবাসের ধাক্কায় গুরুতর জখম হয়। তাকে উদ্ধার করে স্থানীয় মানুষ সিটি সেন্টারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। এরপরেই মিনিবাসের গতি নিয়ন্ত্রণের দাবিতে স্থানীয় মানুষ নাচন রোড অবরোধ করে রাখেন। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় আশ্বাস দিলে অবরোধ তোলেন স্থানীয় মানুষজন।