বেপরোয়া মিনিবাসের ধাক্কায় মৃত্যু হল এক পারিচারিকার। মঙ্গলবার দুপুর সাড়ে বারোটা নাগাদ দুর্গাপুর স্টিল টাউনশিপের আকবর রোডে ঘটনাটি ঘটে। স্থানীয় মানুষ জানান, মৃতার নাম সালমা বিবি (৫১), প্রান্তিকা নিশান হাটের বাসিন্দা। আকবর রোডের একটি বাড়িতে কাজ সেরে হেঁটে বাড়ি ফিরছিলেন। এমন সময় বেনাচিতি-দুর্গাপুর রুটের একটি মিনিবাস এক স্কুটি চালককে ওভারটেক করতে গিয়ে স্কুটি চালক সহ সজোরে ধাক্কা মারে সালমা বিবিকে এরপর একটি বাড়ির বাউন্ডারি ভেঙে একটি গাছে ধাক্কা মেরে দাঁড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই সালমা বিবি মারা যান বলে জানান স্থানীয় মানুষ। স্কুটি চালকও এক আরোহী আহত হন বলে জানা গেছে। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে বাসের চালককে মারতে উদ্যত হন। স্থানীয় মানুষের দাবি, বাসের চালক মদ্যপ অবস্থায় ছিলেন তাই ওভারটেক করতে গিয়ে বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বাসের চালককে গ্রেফতার করে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠায় এবং উত্তপ্ত জনতাকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উল্লেখ্য, পরপর পথ দুর্ঘটনায় ডিএসপি টাউনশিপ এলাকায় দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে। এরমধ্যে ফের মিনিবাসের বেপরোয়া গতিতে পারিচারিকার মৃত্যুর ঘটনায় দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ ডিএসপি টাউনশিপ এলাকার রাস্তায় কঠোর মনোভাব দেখাবে বলে মনে করা হচ্ছে।