বেপরোয়া বাস চালানোর শিকার হল এক সাইকেল আরোহী। মঙ্গলবার দুর্গাপুরে গ্যামন ব্রিজের কাছে একটি বি-জোন রুটের মিনিবাস এক সাইকেল আরোহীকে পিষে দেওয়ায় মৃত্যু হয় সাইকেল আরোহীর। মৃতের নাম উত্তম চাঁদ। দুর্গাপুরের সিকিউরিটি ব্যারাকের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন দুপুরে উত্তমবাবু সাইকেলে স্টেশনের দিকে যাচ্ছিলেন। সেই সময় বি-জোন রুটের একটি মিনিবাস দ্রুতগতিতে এসে উত্তমবাবুকে পিষে দিয়ে পালিয়ে যায় বাসটি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কোকওভেন থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। এদিকে এই ঘটনার প্রতিবাদে স্থানীয় মানুষ রাস্তা অবরোধ করেন। স্থানীয়দের দাবি, রাস্তা খারাপ হওয়া সত্বেও দ্রুত গতিতে গাড়ি চলাচল করায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে এই রাস্তায়। স্থানীয় মানুষজন রাস্তা মেরামত ও রাস্তায় স্পীড ব্রেকার সহ গার্ড রেলিং দেওয়ার দাবি জানান। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন স্থানীয়রা। জানা গেছে, পুলিশ ঘাতক মিনিবাস ও চালককে আটক করেছে।