দুর্গাপুরে বেপরোয়া মিনিবাসের সঙ্গে চারচাকা গাড়ির সংঘর্ষে জখম হলেন কয়েকজন যাত্রী। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে। জানা গেছে দুর্গাপুর বিধাননগরের কমিউনিটি সেন্টার এলাকায় একটি মিনিবাসের সঙ্গে একটি চারচাকা গাড়ির সংঘর্ষ হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। যদিও বাস ও চারচাকা গাড়ির যাত্রীরা অল্পের জন্য রক্ষা পান। অল্পবিস্তর ছাড়া কারও আঘাত গুরুতর নয়। তবে চারচাকা গাড়িটি মিনিবাসের ধাক্কায় বেশ ক্ষতিগ্রস্ত হয় বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বিধাননগর ফাঁড়ির পুলিস পরিস্থিতি সামাল দেয়। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন এইট-বি রুটের ওই মিনি বাসটি দুর্গাপুর স্টেশন থেকে প্রান্তিকার দিকে যাচ্ছিল। বিধাননগর এলাকায় হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে ওই চারচাকা গাড়িটিতে ধাক্কা মারে।
Like Us On Facebook