নতুন বছরের শুরুতে স্কুল খুলতেই বেনাচিতি ভারতীয় হিন্দি হাইস্কুলে ফের মিড-ডে মিল চালু হল। মঙ্গলবার দুপুরে প্রায় ২০০ ছাত্র-ছাত্রী স্কুলে দুপুরে মিড-ডে মিল খায়।

স্কুলে আর্থিক দুর্নীতি, মিড-ডে মিলের দুর্নীতি সহ একগুচ্ছ অভিযোগে স্কুলের পরিচালন কমিটির সঙ্গে স্কুলের প্রধান শিক্ষকের মামলাকে কেন্দ্র করে স্কুলের ছাত্র-ছাত্রীদের মিড-ডে মিল বন্ধ হয়ে যায়। কয়েক মাস অচলাবস্থা চলে। এরপর আদালতের নির্দেশে ফের নতুন বছরে স্কুল খুলতেই মঙ্গলবার থেকে মিড-ডে মিল চালু হল। এদিন মিড-ডে মিল চালুর সময় স্কুলে উপস্থিত ছিলেন ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর তথা মেয়র পারিষদ প্রভাত চট্টোপাধ্যায় ও ডিএমসি’র শিক্ষা দপ্তরের এক আধিকারিক। জানা গেছে, মঙ্গলবার থেকে ঝান্ডাবাগ হিন্দি জুনিয়র হাইস্কুলে প্রথম মিড-ডে মিল চালু হল।


ঝান্ডাবাগ হিন্দি জুনিয়র হাইস্কুলে চালু হল মিড-ডে মিল

Like Us On Facebook