মাটি উৎসব প্রাঙ্গণে পৌঁছনর আগেই হঠাৎ দেখা মিলল রাখাল দাসকে ঘিরে দিদির ফ্যানেদের ভিড়। উৎসুক মন জানতে চাইল কেন ভিড়। দেখা গেল মা-মাটি-মানুষের নেতৃ মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ ঘাসফুলের প্রতীক দেওয়া টুপি, ব্যাজ, রিস্ট ব্যান্ড, হেড ব্যান্ড সহ নানান সামগ্রী দেদার বিক্রি হচ্ছে। ১২ বছরের এক কিশোর মাটি উৎসবের সভায় যাচ্ছিল তার মায়ের হাত ধরে। হঠাৎ তার বায়না মা ঘাসফুল টুপি কিনে দাও। ছেলের আবদার মেটাতে মাও হাজির হলেন রাখালবাবুর কাছে।
মঙ্গলবার বর্ধমানের কৃষি খামারে মাটি উৎসবের উদ্বোধন করতে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিদি এসেছেন তাই রাখাল দাসও হাজির দক্ষিণ ২৪ পরগনার সুভাষগ্রাম থেকে। জানা গেল, ফোম দিয়ে তৈরি তৃণমূলের প্রতীক দেওয়া নানান ধরণের সামগ্রীর পসরা নিয়ে তিনি হাজির হন দিদির বিভিন্ন সভাস্থলে। বর্ধমানের মাটি উৎসবে এসে রাখালবাবু বলেন, যতগুলো জিনিস এনেছিলাম সবই প্রায় শেষ। এখানে বিক্রিবাটা ভালই হল।