.

দুর্গাপুর পুরসভার জল দফতরের দায়িত্বপ্রাপ্ত মেয়র পারিষদ পবিত্র চট্টোপাধ্যায় প্রয়াত হলেন। মঙ্গলবার বিকেল ৩টা ৫০ নাগাদ তিনি দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে মারা যান। ২৬ দিন ধরে করোনা ভাইরাসের সঙ্গে লড়াই চালিয়ে শেষমেষ মঙ্গলবার বিকেলে তিনি হেরে যান। দুর্গাপুরের ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন পবিত্র চট্টোপাধ্যায়। ২০১৬ সালে প্রথমবার কাউন্সিলর হিসেবে ভোটে নির্বাচিত হয়েই দুর্গাপুর পুরসভার জল দফতরের গুরুত্বপূর্ণ দায়িত্ব পান। তার আগে তিনি জাতীয় কংগ্রেসে ছিলেন। ২০১৬ সালে দলবদল করেই তৃণমূল কংগ্রেসের জেলার সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পান তিনি। সদাহাস্য সল্পভাষী অল্প সময়ের মধ্যেই পবিত্রবাবু দলের নেতাকর্মীদের কাছে প্রিয় পাত্রে পরিণত হন। মঙ্গলবার বিকেলে তাঁর মৃত্যুতে দুর্গাপুরের তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

Like Us On Facebook