অভিনব চমক দুর্গাপুরের মামড়া বাজারের একটি মিষ্টির দোকানের। একদিকে ফুটবল বিশ্বকাপ ঘিরে উৎসবের আমেজ সঙ্গে বিয়ের মরসুম ঘিরেও বাড়তি উদ্মাদনা। তারই মধ্যে নজর কেড়েছে এই দোকানের মিষ্টির সম্ভার। আর্জেন্টিনা সমর্থকরা ‘মিষ্টির মেসি’ কিনছেন। আবার অনেকে বিয়ের তত্ত্ব হিসাবে অভিনব এই মিষ্টি ও কিনছেন। ৫ হাজার টাকায় মেসি, ২ হাজার টাকায় রাধা-কৃষ্ণ, মিষ্টির ভাত, ডাল, মাছ সহ কয়েক রকমের ভাজার থালি ২ হাজার টাকায়। ক্রেতাদের দাবি মেনেই এই সব মিষ্টি তৈরি করা হয় বলে জানালেন দোকানদার। বিয়ের মরসুমে তত্ত্বের সঙ্গে তাক লাগানো মিষ্টি পাঠাতে এই সব রকমারি মিষ্টি কিনতে ভিড়ও জমাচ্ছেন বহু মানুষ।
Like Us On Facebook