করোনা কালে শিবির করে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি নিষিদ্ধ। তাই দুর্গাপুর মহকুমা হাসপাতালে রোগীদের রক্তের জোগান দিতে বেশকিছু দিন আগেই চালু হয়েছে কোভিড প্রোটোকল মেনে তৈরি বিশেষ ধরণের গাড়িতে মোবাইল রক্তদান শিবির। সংক্রমণ এড়াতে রক্তদানে ইচ্ছুক ব্যক্তিরা জানালে রক্তদানের জন্য তৈরি বিশেষ বাস বাড়িতে এসে রক্ত সংগ্রহ করে নিয়ে যাবে মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে। এই মোবাইল রক্তদান শিবির দুর্গাপুরে বেশ সাড়া ফেলেছে। বিভিন্ন ক্লাব বা সংগঠন সামাজিক দায়বদ্ধতা থেকে কোভিড পরিস্থিতিতেও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করতে পারছেন। এতে উপকৃত হচ্ছেন দুর্গাপুর মহকুমা হাসপাতালের মূমূর্ষ রোগীরা।
দুর্গাপুর মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্তের জোগান অটুট রাখতে এই মোবাইল রক্তদান শিবিরকে সফলতার মুখ দেখিয়েছে দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সদস্যরা। অন্যান্য বিভিন্ন সংস্থা বা সংগঠনের মতো সামাজিক দায়বদ্ধতা থেকে সোমবার সকালে স্টিল টাউনশিপের দুর্গাপুর মাউন্টেনিয়ার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা মোবাইল ভ্যানে বসেই রক্তদান কর্মসূচি পালন করলেন। জানা গেছে, ক্লাবের ১৫ জন সদস্য এদিন স্বেচ্ছায় রক্তদান করে দুর্গাপুর মহকুমা হাসপাতাল ও দুর্গাপুর ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের যৌথ উদ্যোগের সঙ্গে মানব সেবায় ব্রতী হলেন।