মেমারির ২নং ব্লকের বিজুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বেনিগ্রাম এলাকায় রাতের অন্ধকারে রেশন সামগ্রী পাচার এবং বিক্রির অভিযোগে রেশন ডিলার জয়দেব মুখার্জীকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার ধৃত জয়দেব মুখার্জীকে বর্ধমান আদালতে তোলে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার মেমারি ২ ব্লকের ফুড ইন্সপেক্টর সুশান্ত সরকারের অভিযোগের ভিত্তিতে মেমারি থানার পুলিশ অভিযুক্ত জয়দেব মুখার্জীকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করেছে।

উল্লেখ্য, গত শনিবার রাতের অন্ধকারে রেশনের গম ও কেরোসিন পাচার করার সময় বেনিগ্রাম এলাকার মানুষ তা হাতেনাতে ধরে ফেলে। তৃণমূল অভিযোগ তোলে, ধৃত জয়দেব মুখার্জী এলাকার বিজেপি নেতা। দীর্ঘদিন ধরেই তিনি রেশনের মাল পাচার করছিলেন। শনিবার এলাকার মানুষ তাঁকে হাতেনাতে ধরে। উদ্ধার হয় কয়েক বস্তা গম এবং কেরোসিন তেল। এরপরই তদন্তে নামে খাদ্য দফতর। তাঁর রেশন দোকান সিল করে দেওয়া হয়। অভিযুক্ত রেশন ডিলার জয়দেব মুখার্জীকে সাসপেন্ড করা হয়। পরিবর্তে ওই ডিলারের সঙ্গে যুক্ত গ্রাহকদের পার্শ্ববর্তী রেশন ডিলারের কাছ থেকে রেশন সামগ্রী দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Like Us On Facebook