Photo Collected

.

করোনার ভ্যাকসিন দেওয়া না হলে আগামী দিনে ব্যবসা বন্ধ রাখতে বাধ্য হবেন বলে জানাল বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা। তাঁদের দাবি করোনা পরিস্থিতিতে অন্যান্য প্রথম সারির কোভিড যোদ্ধাদের মতোই তাঁরাও ওষুধের দোকানে পরিষেবা দিয়ে যাচ্ছেন। ওষুধের দোকানের মালিক ও কর্মচারীরা নিরলস পরিশ্রম করে সাধারণ মানুষের স্বার্থে ওষুধ সরবরাহের কাজ করছেন। এছাড়া যেকোনো ধরণের রোগী তাঁদের দোকানে ওষুধ নিতে আসছেন এর ফলে সংক্রমিত হওয়ার যথেষ্ট সম্ভবনা থাকলেও তাঁদের কাজ করে যেতে হচ্ছে। তাই অবিলম্বে তাঁদের ভ্যাকসিন দিতে হবে এই দাবিতে বর্ধমানের কল্যাণী মার্কেটের পাইকারি ও খুচরো বিক্রেতারা সরব হলেন। তাঁরা জানান, ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করুক জেলা প্রশাসন এই দাবি তাঁরা আগেই জানিয়েছিলেন জেলাশাসক ও মুখ্য স্বাস্থ্য আধিকারিককে। কিন্তু আবেদন জানিয়েও তাঁরা কোন সদুত্তর পাননি। তাই আগামী দিনে তাদের ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা না করা হলে জেলাজুড়ে ওষুধের ব্যবসা বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন বলে জানিয়ে দিলেন তাঁরা।

Like Us On Facebook