মেমারি কলেজের বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীর আত্মহত্যার ঘটনায় সোমবার চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আত্মঘাতী ওই ছাত্রীর নাম রাহিলা খাতুন (২০)। বাড়ি মেমারির মায়েরকোল পাড়ায়।

মৃতার দিদি বিলকিস বেগম অভিযোগ করেছেন, মেমারি কলেজের বাংলা বিভাগের এক আংশিক সময়ের শিক্ষকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে রাহিলা। বিবাহিত এবং এক সন্তানের বাবা হওয়া সত্ত্বেও ওই শিক্ষক তা লুকিয়ে রাহিলাকে বিয়ে করার প্রতিশ্রুতি দেয়। এরপর তার সঙ্গে দফায় দফায় সহবাস করে। সম্প্রতি রাহিলা তাঁকে বিয়ের কথা বললে তাকে নানাভাবে ভয় দেখান ওই শিক্ষক বলে অভিযোগ করেছেন বিলকিস বেগম। এরপরই সোমবার সকালে বাড়িতে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়নার ফাঁসে আত্মহত্যার চেষ্টা করে রাহিলা। আশঙ্কাজনক অবস্থায় তাকে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিলকিস বেগমের আরও অভিযোগ, এর আগেও আরও কয়েকটি মেয়ের সর্বনাশ করেছেন ওই শিক্ষক। এদিন মৃত ছাত্রীর পরিবার ওই শিক্ষকের ফাঁসির দাবি করেছেন। যদিও এদিন সন্ধ্যা পর্যন্ত মেমারি থানায় কোন লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে মেমারি থানা সূত্রে জানা গেছে।


Like Us On Facebook