ভিড়িঙ্গীর রূপালি অ্যাপার্টমেন্টে ব্যাঙ্ক ম্যানেজারের ফ্ল্যাট থেকে বাঁকুড়ার এক যুবতির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। মৃতার নাম শিল্পা আগরওয়াল (২৭)। মেজিয়ার বাসিন্দা। ব্যাঙ্ক ম্যানেজার রাজীব কুমার ও তাঁর স্ত্রী মনীষা কুমারকে পুলিশ আটক করে।
জানা গেছে, রাজীব কুমার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের মেজিয়া শাখার ম্যানেজার। তাঁর স্ত্রী মনীষা কুমারও ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের দুর্গাপুরের একটি শাখার ম্যানেজার। রূপালি অ্যাপার্টমেন্টের ফ্ল্যাটে থাকতেন রাজীব কুমার ও মনীষা কুমার। মৃত শিল্পাদেবী ব্যাঙ্কের মেজিয়া শখায় রাজীববাবুর সঙ্গেই কাজ করতেন।
মৃতার আত্মীয়রা জানান, গত শুক্রবার আসানসোল মাসির বাড়ি গিয়েছিলেন শিল্পাদেবী। সেদিন বাড়ির সঙ্গে ফোনে কথা হলেও পরের দিন থেকেই শিল্পাদেবীর ফোন সুইচড অফ পাচ্ছিলেন বাড়ির লোকজন। ফোনে যোগাযোগ করতে না পেরে বাড়ির লোকজন তাঁদের আত্মীয়দের বাড়িতে খোঁজ শুরু করেন। শিল্পাদেবীর কোন হদিশ না পেয়ে শেষমেশ পরিবারের পক্ষ থেকে মেজিয়া থানায় মিসিং ডায়েরি করেন।
এদিকে বৃহস্পতিবার সকালে ভিড়িঙ্গীর রূপালি অ্যাপার্টমেন্টের ৮ বি ফ্ল্যাট থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ রুপালি অ্যাপার্টমেন্ট গিয়ে সেখান থেকে রাজীব কুমারের ফ্ল্যাট থেকে একটি বেগুনি রংয়ের ট্রলিব্যাগ পায়। ব্যাগে শিল্পদেবীর মৃতদেহ রাখা ছিল। পুলিশ মেজিয়া ব্রাঞ্চ এবং শিল্পাদেবীর বাড়িতে খবর পাঠায়। পাশাপাশি রাজীব এবং মনীষা কুমারকে আটক করে থানায় নিয়ে যায়।
জিজ্ঞাসাবাদের পর মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে ব্যাঙ্ক ম্যানেজার দম্পতিকে পুলিশ গ্রেফতার করে। এদিন সন্ধ্যায় ব্যাঙ্ক ম্যানেজার রাজীব কুমারকে অ্যাপার্টমেন্টে নিয়ে গিয়ে ঘটনার পুর্ননির্মাণ করে পুলিশ। জানা গেছে, শিল্পাদেবীকে স্বাসরোধ করে খুন করে দেহ লোপাটের জন্য ট্রলিব্যাগে ভরে রাখা হয়েছিল।