দুর্গাপুরের বিভিন্ন বস্তি এলাকার দুস্থ মেয়েদের মধ্যে প্রচার, প্যাড ব্যবহার করা বিষয়ে সচেতনতা ও বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করে দুর্গাপুরের ডিপিএল সাবস্টেশন বস্তির বাসিন্দা অনিতা ভূঁইয়া এখন সকলের নয়নের মণি। স্কুল, কলেজ পড়ুয়া থেকে গৃহিণী সকলেই দৈনিক খরচ বাঁচিয়ে টাকা জমিয়ে কিভাবে সমাজের দুস্থ মেয়েদের পাশে দাঁড়াতে স্যানিটারি ন্যাপকিন কিনে দেওয়া যায় সেই পাঠ দিচ্ছে ডিপিএল বস্তি এলাকার বাসিন্দা অনিতা ভূঁইয়া। দুস্থ মেয়েদের পাশে দাঁড়াতে অনিতার সামাজিক কাজে এখন অনেকেই এগিয়ে এসে তাদের স্যানিটারি ন্যাপকিন কিনে দেওয়ার উদ্যোগে সামিল হওয়ার জন্য টাকা জমানো শুরু করেছেন।
প্যাড ব্যবহার নিয়ে এত প্রচার, নানান কর্মসূচি পালন সত্ত্বেও দেশের বিপুল সংখ্যক মেয়েরা আর্থিক দুর্বলতার জন্য স্যানিটারি ন্যাপকিন কিনতে পারে না। ঋতুস্রাবের দিনগুলিতে দুস্থ মেয়েরা এখনও কাপড়ের টুকরোর উপর নির্ভরশীল। স্বাভাবিকভাবেই অনেকে মহিলা সংক্রমণের শিকার হন। ডিপিএল বস্তি এলাকার এক দুস্থ মেয়ের সংক্রমণের কথা জানতে পেরে পাড়ার মেয়ে অনিতা ভূঁইয়া টিফিনের টাকা জমিয়ে দুস্থ মেয়েদের পাশে দাঁড়াতে স্যানিটারি ন্যাপকিন কেনা শুরু করে। পাশাপাশি পাড়া ছাড়িয়ে বিভিন্ন ওয়ার্ডে গিয়ে বস্তি এলাকার দুস্থ মেয়েদের স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের প্রয়োজনীয়তা নিয়ে সচেতন করতে শুরু করে। দুস্থ মহিলারা স্বল্প আয়ের অসচ্ছল সংসার চালিয়ে টাকা বাঁচিয়ে স্যানিটারি ন্যাপকিন কেনার অক্ষমতার কথা জানালে অনিতা ভূঁইয়া টিফিনের টাকা বাঁচিয়ে তাদের স্যানিটারি ন্যাপকিন কিনে দেয়। অনিতা ভূঁইয়া এইভাবে দুর্গাপুরের বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে বিভিন্ন গৃহিণীদের পাশে পেয়ে এখন বৃহৎ ভাবে দুস্থ মেয়েদের স্যানিটারি ন্যাপকিন কিনে দেওয়ার কর্মসূচি পালন করছে দুর্গাপুরের বিভিন্ন বস্তি এলাকায়। আন্তর্জাতিক নারী দিবসে দুর্গাপুরের বিভিন্ন বস্তি এলাকায় স্যানিটারি ন্যাপকিন বিলি করে দুস্থ মেয়েদের মুশকিল আসান দুর্গাপুরের ‘প্যাডগার্ল’ অনিতা।