তাঁর হাতে তৈরি ফুটবল অ্যাকাডেমির সমস্ত সদস্য এবং সেই অ্যাকাডেমিতে প্রশিক্ষণরত ফুটবলাররা শুক্রবার তাঁর প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন। মোহনবাগানের প্রাক্তন সচিব অঞ্জন মিত্র শুক্রবার ভোরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ দুর্গাপুরের মোহনবাগান সেল ফুটবল অ্যাকাডেমির সমস্ত সদস্য ও প্রশিক্ষণরত ফুটবলাররা এদিন তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি জানান।

তৎকালীন মোহনবাগান সচিব অঞ্জন মিত্রের স্বপ্ন ছিল দুর্গাপুরের মোহনবাগান সেল ফুটবল অ্যাকাডেমি থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ফুটবলাররা দেশের বিভিন্ন ফুটবল ‌টিমে খেলার পাশাপাশি বিশ্বকাপে দেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন। সেই স্বপ্ন নিয়ে অঞ্জন মিত্র ২০০২ সালে দুর্গাপুরে মোহনবাগান সেল ফুটবল অ্যাকাডেমি প্রতিষ্ঠা করেন। তৎকালীন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী মৃণাল বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের কাছ থেকে স্টিল টাউনশিপের টেগর হাউসের বেশ কিছু ঘর‌ নিয়ে মোহনবাগান সেল ফুটবল অ্যাকাডেমি প্রতিষ্ঠা করেন।

২০ জুলাই অঞ্জন মিত্রের জন্মদিন, দুর্গাপুরের মোহনবাগান সেল ফুটবল অ্যাকাডেমিও প্রতিষ্ঠা হয় ২০০২ সালের ২০ জুলাই। তাই প্রতিবছর অঞ্জন মিত্র ২০ জুলাই দেশের যে প্রান্তেই থাকতেন ছুটে আসতেন দুর্গাপুরের মোহনবাগান সেল ফুটবল অ্যাকাডেমিতে। সেখানেই নিজের এবং অ্যাকাডেমির জন্মদিন পালন করতেন। নিজের হাতে কেক কেটে হাসি মুখে সেই কেক উপস্থিত সকলের মুখে তুলে দিতেন।

সেই মোহনবাগান সেল ফুটবল অ্যাকাডেমি আজ তার অভিভাবককে হারাল। এদিন অ্যাকাডেমির সঙ্গে যুক্ত সকলেই অশ্রুজলে শ্রদ্ধাঞ্জলি জানালেন প্রয়াত অঞ্জন মিত্রকে। মোহনবাগান সেল ফুটবল অ্যাকাডেমির সম্পাদক তপন রায় এদিন অ্যাকাডেমির সাধারণ সম্পাদক অঞ্জন মিত্রর প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে বলেন, ‘তাঁর উদ্যোগেই তৈরি হয়েছিল এই অ্যাকাডেমি। তিনিই ছিলেন অ্যাকাডেমির অভিভাবক। তাঁর প্রয়াণে অপূরণীয় ক্ষতি হল অ্যাকাডেমির। আজও মোহনবাগান সেল ফুটবল অ্যাকাডেমির সাধারণ সম্পাদক অঞ্জন মিত্র।’


Like Us On Facebook