বিদায় বেলায় ৫ কোটি ৪৫ লক্ষ টাকার প্রকল্পের শিলান্যাস না করেই দুর্গাপুরের মেয়র বাড়ি চলে গেলেন। এই ঘটনায় সকলেই হকচকিয়ে যান বুধবার। ২৮ জুন দুর্গাপুর নগর নিগমে তৃণমূল কংগ্রেস পরিচালিত বোর্ডের কার্যকালের মেয়াদের শেষ দিনে দুর্গাপুর নগর নিগমের মেয়র অপূর্ব মুখার্জীকে নগর নিগমের সমস্ত কর্মীরা ফুলের তোড়া দিয়ে বিদায় সংবর্ধনা জানান। মেয়রও আবেগে আপ্লুত হয়ে সকলকে ধন্যবাদ জানান। একই সঙ্গে অন্যান্য মেয়র পারিষদদেরও তাঁদের দপ্তরের কর্মীরা বিদায় সংবর্ধনা ও ধন্যবাদ জানান বিভিন্ন দপ্তরে গিয়ে।
মেয়রের বিদায় সংবর্ধনার পরই দুর্গাপুর নগর নিগমের কার্যালয়ের পিছনে নতুন প্রশাসনিক ভবনের শিলান্যাস অনুষ্ঠান ছিল। মেয়রের উদ্ধোধন করার কথা। মেয়র পারিষদ প্রভাত চট্টোপাধ্যায় সহ সকলেই মেয়রের জন্য অপেক্ষায় ছিলেন। এর মধ্যেই মেয়র অপূর্ব মুখার্জী শিলান্যাস স্থলে না এসে আপন মনে নগর নিগম থেকে গাড়িতে চেপে সোজা বাড়ি চলে যান। এই ঘটনায় নগর নিগমের সকল কর্মী হকচকিয়ে যান। মেয়র বাড়ি চলে যাওয়ায় দুর্গাপুর নগর নিগমের আধিকারিকদের নির্দেশে শিলান্যাস অনুষ্ঠান বন্ধ করে শিলান্যাস স্থলের নিরাপত্তারক্ষী শিলান্যাসের ফলকটি প্লাস্টিক দিয়ে ঢেকে দেয়। এর পরই দুর্গাপুর নগর নিগমের পূর্ত বিভাগের মেয়র পারিষদ প্রভাত চট্টোপাধ্যায় অবস্থার হাল ধরে শিলান্যাস স্থলে নগর নিগমের কর্মীদের সঙ্গে এসে দুর্গাপুর নগর নিগমের নতুন প্রশাসনিক ভবনের শিলান্যাস করেন। মেয়র উদ্ধোধন না করে বাড়ি চলে যাওয়ার প্রশ্ন এড়িয়ে মেয়র পারিষদ প্রভাত চট্টোপাধ্যায় বলেন, ‘নতুন এই সাত তলা প্রশাসনিক ভবনে একছাদের তলায় সমস্ত দপ্তর একসঙ্গে থাকবে, এর ফলে নাগরিকদের হয়রানি কম হবে। সেই লক্ষেই নগর নিগমের নতুন প্রশাসনিক ভবনের আজ শিলান্যাস করা হল।’