কল্পতরু মেলার ভিড় নিয়ে চলছে রাজনৈতিক তরজা। তাই সোমবার দুপুরে দুর্গাপুরের কল্পতরু মেলা প্রাঙ্গণ পরিদর্শনে এলেন দুর্গাপুর নগর নিগমের মেয়র অনিন্দিতা মুখার্জী, দুর্গাপুর নগর নিগমের কমিশনার ময়ূরী ভাসু, ডেপুটি মেয়র অমিতাভ ব্যানার্জী সহ প্রশাসনিক আধিকারিকরা। কোভিড বিধি মেনে চলছে কল্পতরু মেলা বলে দাবি।

করোনা সংক্রমণে রাশ টানতে রাজ্য জুড়ে সোমবার থেকে কড়া বিধি-নিষেধ জারি হয়েছে। কোন অনুষ্ঠানে ৫০ জনের বেশি উপস্থিতির অনুমতি নেই। কল্পতরু মেলাতেও সীমিত সংখ্যক মানুষকে সোমবার থেকে প্রবেশ করানো হচ্ছে এমনই জানিয়ে দিলেন দুর্গাপুর নগর নিগমের মেয়র অনিন্দিতা মুখার্জী। বেলা ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলা খুলে রাখার কথা জানালেন মেলা কমিটিকে। মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার থার্মাল স্ক্যানিংয়ের পরই মেলার ভিতর প্রবেশ করতে দেওয়া হচ্ছে মানুষজনকে। করোনা পরিস্থিতি আরও খারাপ হলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান দুর্গাপুর নগর নিগমের মেয়র অনিন্দিতা মুখার্জী।

Like Us On Facebook