সোমবার থেকে ১৫ বছরের উর্ধ্বে ছাত্র-ছাত্রীদের টিকাকরণ কর্মসূচি শুরু হল দুর্গাপুর মহকুমার বিভিন্ন স্কুলে। সোমবার কাঁকসা উচ্চ বালিকা বিদ্যালয়ে ১০০ জন ছাত্রীকে কোভ্যাকসিন টিকা দেওয়া হয়। কাঁকসার ভিডিও সুদীপ্ত ভট্টাচার্য জানিয়েছেন, আজ থেকে আনুষ্ঠানিকভাবে ছাত্র-ছাত্রীদের ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া শুরু হল। এরপর ধীরে ধীরে কাঁকসা ব্লকের সমস্ত স্কুলের ছাত্র-ছাত্রীদের ভ্যাকসিন দেওয়া হবে। ভ্যাকসিন নিতে পেরে খুশি ১৫ বছরের উর্ধ্বে ছাত্র-ছাত্রীরা।
এদিন দুর্গাপুর-ফরিদপুর ব্লকের ইচ্ছাপুর এনসি হাইস্কুলে গিয়ে দেখা যায় টিকা নিতে উৎসাহিত ছাত্রীদের উপস্থিতি যথেষ্ট। স্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় দাস ও স্কুল পরিচালন সমিতির সভাপতি সুজিত মুখোপাধ্যায় জানান, টিকা নেওয়ার প্রয়োজনীয়তা নিয়ে ছাত্র-ছাত্রীদের পাশাপাশি অভিভাবকদের মধ্যেও সচেতনতা গড়ে তোলা হয়েছে। আজ টিকা নেওয়ার জন্য দ্বাদশ শ্রেণির ১০০ জন ছাত্র-ছাত্রী নাম নথিভুক্ত করিয়েছিল। তারা সকলেই এদিন টিকা নিয়েছে বলে জানান তাঁরা। লাউদোহা ব্লক স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিক জানান, প্রথমদিন নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে পড়ুয়াদের টিকাকরণের।