দুর্গাপুরের ২৪ নং ওয়ার্ডের সুকান্ত পল্লীতে একটি বাড়ির দোতলা নির্মাণ করতে গিয়ে অসাবধানতায় একটি রড বিদ্যুৎবাহী হাইটেনশন তারে লেগে গেলে দুই রাজমিস্ত্রী আগ্নিদগ্ধ হন। বাড়ির ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক জিনিসপত্র শর্টসার্কিটের জেরে ভস্মীভূত হয়ে যায়। বাড়িটিতে বিভিন্ন জিনিসপত্রে আগুন ধরে যায় এবং গোটা বাড়ি ধোঁয়ায় ভরে ওঠে। এই ঘটনায় গুরুতর আহত দুই রাজমিস্ত্রীকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে নিউ টাউনশিপ থানার পুলিশ দমকলের একটি ইঞ্জিন নিয়ে গিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বাড়ির কর্তা মামড়া বাজারের দোকানদার অভিজিৎ কুন্ডু বলেন, ‘আমি সকালে দু’জন রাজমিস্ত্রী এবং একজন সহকারী মহিলাকে বাড়ির দোতলায় নির্মাণ কাজ করতে দেখে আমার দোকানে চলে যাই। পরে বাড়িতে দুর্ঘটনার খবর পাই। বাড়িতে এসে দেখি বাড়ি ভর্তি লোকজন। বুঝে উঠতে পারছিনা কিভাবে কি হয়ে গেল এবং বাড়ির পাশ দিয়ে হাইটেনশন তার গেছে। কিভাবে রড হাইটেনশন তার স্পর্শ করল বুঝতে পারছি না। আমার বাড়ির লোকজনের কিছু হয়নি। রাজমিস্ত্রীরাই আহত হয়েছে।’ পুলিশ ঘটনার তদন্তে নেমেছে বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, এই ঘটনায় সুকান্ত পল্লীর আরও অনেক বাড়িতেও ইলেকট্রিক ও ইলেকট্রনিক জিনিসপত্র পুড়ে গেছে। তাঁরা বলেন, ‘হঠাৎ করে এলাকায় একটা বিকট শব্দ হয়। আমরা মনে করি ট্রান্সফার পুড়ে গেছে। বাড়ি থেকে বেরিয়ে এসে দেখি হাইটেনশন তারের পাশে একটি বাড়ির ছাদে দুজন কাতরাচ্ছে আর বাড়ির ভিতরে আগুন জ্বলছে। আমরা পুলিশও দমকলকে খবর দিয়ে গুরুতর অগ্নিদগ্ধ দুই রাজমিস্ত্রীকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করি।’ স্থানীয় বাসিন্দারা নিয়মবহির্ভূত ভাবে হাইটেনশন তারের পাশে দোতলা বাড়ি নির্মাণ করার অভিযোগ তুলে সোচ্চার হন।



Like Us On Facebook