আজ রঙের উৎসব। দেশ জুড়ে মানুষ আজ হাতে তুলে নিচ্ছে আবির, রং-পিচকারি। রং-পিচকারির সাথে সাথে জেলার প্রতিটি কোণেই বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালিত হচ্ছে বসন্তের এই উৎসব। দোল উৎসবের প্রস্তুতিও শুরু হয়ে যায় বেশ কিছুদিন আগে থেকেই। একদিকে নাচ-গান সহ বিভিন্ন অনুষ্ঠানের প্রস্তুতি যেমন চলে তেমনি বাজারে বাজারে চালু হয় দোলের দোকান। দোকানে দোকানে আবির, রং, পিচকারির পাশাপাশি শোভা পায় নানা কিসিমের টুপি, চশমা ও মুখোশ। গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে দোলের সময় সর্বত্রই দেদার বিকোচ্ছে মুখোশ ও পরচুলা। নরেন্দ্র মোদী, মোটু-পাতলু, ডোরেমন, ছোটা ভীম, স্পাইডারম্যান, মিকি-ডোনাল্ড, টম-জেরি, বাঘ-সিংহ, রাক্ষস, খোক্কোস থেকে শুরু করে ড্রাকুলা সহ হরেক কিসিমের ভূতের মুখোশ। রাসায়নিক রং, আবির থেকে চোখ, মুখ ও চুল বাঁচাতে এই সব মুখোশের ব্যবহার বাড়ছে।
Like Us On Facebook