আসন্ন দুর্গাপুর পৌর নির্বাচনে এবার দুর্গাপুর পৌর এলাকার অবাঙালি, বিশেষ করে মাড়োয়ারি সম্প্রদায়ের মানুষরা শাসকদল তৃণমূল কংগ্রেসের টিকিটে নিজ নিজ এলাকা থেকে প্রতিনিধিত্ব করার জন্য দাবি জানালেন। দুর্গাপুর শিল্পাঞ্চলে প্রচুর অবাঙালি মানুষ জন্মসূত্রে ও কর্মসূত্রে দীর্ঘদিন ধরে বসবাস করছেন। সেইসব অবাঙালিরা এবার পৌরসভা নির্বাচনে নিজেদের সম্প্রদায়ের উন্নয়নের জন্য লড়তে চান শাসকদল তৃণমূল কংগ্রেসের টিকিটে। নির্বাচনে জয় নিশ্চিত করতেই অবাঙালিরা তৃণমূল কংগ্রেসের হয়েই পৌর নির্বাচনে বিভিন্ন ওয়ার্ড থেকে লড়তে চান বলে জানা গেছে। বিশেষ করে দুর্গাপুরের প্রাণকেন্দ্র বেনাচিতি, বিধাননগর, দুর্গাপুর স্টেশন বাজার ও সগড়ভাঙ্গা এলাকার অবাঙালিদের দাবিই জোরালো বলে জানা গেছে।
তৃণমূল কংগ্রেসের দুর্গাপুর শিল্পাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত নেতারা অবাঙালিদের দাবিতে শীলমোহর দেন কিনা সেই দিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের। মাড়োয়ারি সম্প্রদায়ের প্রতিনিধি, বিশিষ্ট ব্যবসায়ী রাজেশ ভট্ট, মনোজ আগরওয়াল, বেলা বাজাজ, জ্যোতি সরাবগী, সঞ্জয় আগরওয়াল সহ অন্যান্যরা বলেন, ‘আসানসোল, রানিগঞ্জ, হাওড়া সহ বিভিন্ন পুরসভায় মাড়োয়ারি ও অবাঙালিরা ভোটে লড়তে পারলে দুর্গাপুরে কেন পারবে না?’ দুর্গাপুর শিল্পাঞ্চল তৃণমূল কংগ্রেসের দায়িত্ব প্রাপ্ত নেতা পবিত্র চট্টোপাধ্যায় বলেন, ‘পৌরসভা নির্বাচনে টিকিট বন্টনের বিষয়টি জেলা ও রাজ্য কমিটির সঙ্গে মুখ্যমন্ত্রী বসে ঠিক করবেন। এই বিষয়ে আমার কিছু বলার নেই।’
অপরদিকে দুর্গাপুর নগর নিগমের বিগত বোর্ডের প্রায় ১০ জন কাউন্সিলর এবার পৌর নির্বাচনে টিকিট না পেতে পারেন। দলীয় ভাবমূর্তি নষ্ট করায় এই সব কাউন্সিলরদের দল টিকিট দেবে না বলে জানা গেছে। এঁদের মধ্যে কয়েকজন এলাকার উন্নয়ন দেখে পুরভোটে টিকিট দেওয়ার দাবি জানিয়েছেন তৃণমূল শীর্ষ নেতৃত্বের কাছে।