মাড়োয়ারি যুব মঞ্চ ও দুর্গাপুর লায়ন্স ক্লাব যৌথভাবে প্রান্তিকা লায়ন্স ক্লাব থেকে ভিড়িঙ্গী লক্ষ্মী নারায়ণ মন্দির পর্যন্ত এক পদযাত্রার আয়োজন করে। বেটি বাঁচাও, বেটি পড়াও – স্লোগানকে সামনে রেখে হয় এই পদযাত্রা। দুর্গাপুর ও আসানসোলের বিভিন্ন এলাকার মাড়োয়ারি যুব মঞ্চ ও লায়ন্স ক্লাবের মহিলারা অংশ নেন এই পদযাত্রায়।
Like Us On Facebook