অ্যালয় স্টিল প্ল্যান্ট বাঁচাতে ডান-বাম শ্রমিক সংগঠনগুলির আন্দোলন অব্যাহত। এবার এএসপি বাঁচাতে দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় ইস্পাত কারখানার কর্মীদের সঙ্গে আন্দোলনে পা মেলাল দুর্গাপুরের খেলোয়াড়রাও। আগামী ৫ মার্চ দুর্গাপুরের অ্যালয় ইস্পাত কারখানার গেট থেকে ২৫ কিমি দূরত্বের এক ম্যারাথন দৌড় শুরু হবে এএসপি কারখানা বাচাঁনোর আবেদন নিয়ে। সেদিন দুর্গাপুরের সমস্ত খেলোয়াড়রা ওই দৌড়ে সামিল হবেন বলে শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করে জানান দুর্গাপুরের ক্রীড়াবিদরা।