.
দুর্গাপুরের লাউদোহার মাধাইপুরে বজ্রপাতে মৃত্যু হল এক ব্যক্তির। নাম গোপাল যাদব (৫৫)। স্থানীয় সূত্রে জানা গেছে, গোপাল যাদব একজন খাটাল ব্যবসায়ী। বুধবার তিনি মাঠে গরু চরাতে গিয়েছিলেন। এরইমধ্যে বুধবার বিকেলে বজ্র-বৃষ্টিপাত সহ প্রবল কাল বৈশাখী ঝড় শুরু হয়। স্থানীয় মানুষ সন্ধ্যায় দেখেন মাঠের মধ্যে গোপাল যাদবের মৃতদেহ পড়ে রয়েছে। গ্রামবাসীদের অনুমান মাঠের মধ্যে বজ্রপাতে মৃত্যু হয়েছে গোপাল যাদবের। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে মাধাইপুরে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
Like Us On Facebook