.

স্ত্রীকে নৃশংসভাবে কুপিয়ে খুন করার দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল দুর্গাপুর আদালত। সোমবার এই সাজা ঘোষণা করা হয়। সরকারি আইনজীবী উৎপল চট্টোপাধ্যায় জানান, ‘২০০৭ সালে অন্ডালের বাসিন্দা নাসিফা খাতুনের সঙ্গে আসরাফ আনসারির বিয়ে হয়। বিয়ের পর পরই নাসিফা গর্ভবতী হয়ে পড়ে এবং আসরাফ আনসারি নাসিফাকে রেখে মুম্বাই চলে যায়। পরবর্তী সময়ে নাসিফা একটি কন্যা সন্তানের জন্ম দেয়। মেয়ের ভবিষ্যতের কথা ভেবে নাসিফা খাতুনের বাবা মেয়ের জন্য একটা বাড়ি বানিয়ে দেয়। নাসিফা খাতুন একটি কম্পিউটার সেন্টারে কাজ করত। ২০১৩ সালের ৪ সেপ্টেম্বর মেয়েকে স্কুল থেকে আনতে যাওয়ার পথে স্থানীয় অজগর পল্লীতে আসরাফ নাসিফার পথ আটকে অস্ত্র দিয়ে সাত বার কুপিয়ে খুন করে বলে অভিযোগ। সেই মামলা এতদিন দুর্গাপুর মহকুমা আদালতে চলার পর স্ত্রীকে নৃশংস ভাবে খুনের দায়ে আসরাফ আনসারিকে দোষী সাব্যস্ত করে সোমবার শাস্তি ঘোষণা করেন অতিরিক্ত জেলা জজ।’ এদিকে শাস্তি ঘোষণার পর আসামি আসরাফ আনসারি নিজেকে নির্দোষ দাবি করে জানান, তাঁকে ফাঁসানো হয়েছে।

Like Us On Facebook