কাঁকসায় ফের মঙ্গলবার পুকুরে ডুবে মৃত্যু হল এক ব্যক্তির। মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বেসরকারি ইস্পাত কারখানায় কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন নেপাল রুইদাস (৪৫)। বাঁশকোপার এক কারখানায় তিনি কাজ করতেন। বাড়ি দোমড়ায়। বাড়িতে রয়েছে গোয়াল পুজো। সেই পুজোয় লাগে আতা, বেল আর শালুক ফুল।
নেপাল রুইদাস কাজ সেরে বাড়ি ফেরার পথে গোপালপুরের কাঁকড়কাটা পুকুরে নামেন শালুক ফুল তুলতে। স্থানীয়দের অনুমান নেপাল রুইদাস হয়তো সাঁতার জানতেন না। তিনি জলে নেমে শালুক ফুল তুলতে গিয়ে দলদলে আটকে ডুবে যান। স্থানীয়রা ছুটে গিয়ে বাঁচাতে চেষ্টা করেন কিন্তু উদ্ধারের আগেই তিনি মারা যান। কারখানার পোশাকের ভিতর তাঁর পরিচয় পত্র থেকেই জানা গিয়েছে পরিচয়।
Like Us On Facebook