আউশগ্রামে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল বাবা ও ছেলের। আহত আরও ১ জন। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের নাম সঞ্জয় মাজি (৩৩) ও সুরজিৎ মাজি (৩)। ঘটনায় গুরুতর জখম সুমন বাগ। তাঁরা সকলেই আউশগ্রাম দুই নম্বর ব্লকের অমরপুর অঞ্চলের গোয়ালারা গ্রামের বাসিন্দা। মঙ্গলবার এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে গুসকরা-ইলামবাজার রোডের ছোঁড়া চন্ডিতলা মোড়ের কাছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সঞ্জয় মাজি ছেলে সুরজিৎকে নিয়ে বাড়ি থেকে ভাইপো সুমন বাগের বাইকে করে ছোঁড়া হাটতলায় একটি বেসরকারি ব্যাঙ্কে লোনের কিস্তির টাকা জমা করে বাড়ি ফেরার সময় ছোঁড়া চন্ডিতলা মোড়ের কাছে পিছন থেকে একটি চারচাকা গাড়ি তাঁদের বাইকে ধাক্কা মেরে পালিয়ে যায়। বাইক থেকে ছিটকে পড়ে তিন জনই গুরুতর জখম হন। স্থানীয়রা তড়িঘড়ি আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে বন নবগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সঞ্জয় মাজি ও সুরজিৎ মাজিকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন সুমন বাগ। ঘাতক গাড়ির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।