প্রচার শেষ। সোমবার পশ্চিম বর্ধমান জেলায় বিধানসভা ভোট। শনিবার সকালে দুর্গাপুরের হরিপুর পঞ্চায়েত এলাকায় ভোটারদের শাড়ি বিতরণ করে ভোটে প্রভাবিত করার অভিযোগ উঠল এক বিজেপি নেতার দাদার বিরুদ্ধে। শাড়ি বিতরণ করার খবর চাউর হতেই পুলিশ এসে অভিযুক্তকে শাড়ি বিতরণ করছেন কেন জানতে চাইলে পুলিশের সঙ্গে অভিযুক্ত দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। এরপরেই পুলিশ শাড়ি সহ অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্তের নাম রণজিৎ মোদি। দুর্গাপুরের হরিপুর পঞ্চায়েত এলাকায় শনিবার তিনি স্থানীয় রামসীতা মন্দিরে শাড়ি বিতরণ করছিলেন। জানা গেছে, রণজিৎ মোদি স্থানীয় বিজেপির ব্লক সভাপতি বিশ্বনাথ মোদির দাদা। শাড়ি বিতরণ করার খবর চাউর হতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রণজিৎ মোদিকে ভোটের মুখে শাড়ি বিতরণের কারণ জিজ্ঞেস করে বলে জানা গেছে। রণজিৎ মোদি পুলিশের সঙ্গে বচসা জুড়ে দেন বলে অভিযোগ। এরপরেই পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।
জানা গেছে, অভিযুক্ত রনজিৎ মোদি পুলিশকে জানিয়েছেন, ঝাড়খণ্ডে তাঁর শাড়ির দোকান আছে, কোভিড পরিস্থিতিতে তিনি তাই গ্রামবাসীদের সাহায্য করতেই শাড়ি বিতরণ করছেন। রনজিৎ মোদি পুলিশকে বলেন, ‘এর সঙ্গে রাজনীতির কোন সম্পর্ক নেই। মানবিক ভাবেই তিনি শাড়ি বিতরণ করছেন।’ পুলিশকে সরকারি কাজে বাধা দানের অভিযোগে এরপরেই পুলিশ রণজিৎ মোদিকে আটক করে থানায় নিয়ে যায়।