.

দুর্গাপুরের সিটি সেন্টারে ‌যুব কম্পিউটার বিল্ডিংয়ের সিঁড়ির রেলিংয়ে গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা করার ঘটনায় বৃহস্পতিবার এলাকায় চাঞ্চল্য ছড়ায়। মৃতের পরিচয় জানা যায়নি। তবে স্থানীয় মানুষ জানান, মৃত ব্যক্তি কলকাতার বাসিন্দা। যুব কম্পিউটার বিল্ডিংয়ের পাশে এক খাবারের দোকানে কাজ করতেন। আর যুব কম্পিউটার বিল্ডিংয়ের উপরে সিঁড়িতে থাকতেন। লকডাউনে খাবারের দোকান বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি তিনি বাড়ি যেতে পারেননি। স্থানীয়রা খাবার দিলে তবেই খেতে পেতেন বলে স্থানীয় মানুষ জানান। বৃহস্পতিবার তাঁকে ঝুলন্ত অবস্থায় যুব কম্পিউটার বিল্ডিংয়ের সিড়ির রেলিংয়ে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

Like Us On Facebook