কালনার পর এবার কাটোয়াতে প্রশাসন ১, ২, ৫ ও ১০ টাকার কয়েনের বৈধতা নিয়ে প্রচার শুরু করল। নোট বাতিলের পর থেকেই বাজারে কয়েনের জোগান বেড়ে যাওয়া এবং কিছু কয়েন নকলেরও গুজব ছড়ানোয় ব্যবসাদার সহ ব্যাঙ্কগুলি কয়েন নিতে অস্বীকার করছে বলে অভিযোগ আসছিল প্রশাসনের কাছে। কিছুদিন আগেই কালনা পুরসভার পক্ষ থেকে মাইকিং করে জানান হয়েছিল, কোন প্রতিষ্ঠান, ব্যক্তি বা ব্যবসায়ী কয়েন নিতে অস্বীকার করলে প্রশাসন কড়া ব্যবস্থা নেবে।
এবার কাটোয়া মহকুমা প্রশাসনের অদেশ অনুসারে কাটোয়া তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে বৃহস্পতিবার মাইকিং করে জানিয়ে দেওয়া হয় ১, ২, ৫ ও ১০ টাকার কয়েন আর্থিক লেনদেনের ক্ষেত্রে সম্পূর্ণ বৈধ। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশনামা অনুসারে ব্যাঙ্ক, ব্যবসায়ী প্রতিষ্ঠান সহ সকল সংস্থা এবং ব্যক্তিগত আর্থিক লেনদেনের ক্ষেত্রে ১, ২, ৫ ও ১০ টাকার কয়েন গ্রহণ করতে সকলে বাধ্য। অন্যথায় ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী কমপক্ষে তিন বছর কারাদণ্ড হতে পারে। কয়েন নিতে অস্বীকার করা ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ০৩৪৫৩-২৫৫০২৩ নম্বরে ফোন করে অথবা মহকুমাশাসকের দপ্তরে লিখিত অভিযোগ জানান যাবে বলে জানা গেছে।