পুকুর ভরাটের অভিযোগ উঠল এক ব্যাক্তির বিরূদ্ধে। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের ২৮ নং ওয়ার্ডের অন্তর্গত খয়রাসোল এলাকার নিবেদিতা পার্কে। অভিযোগ পেয়ে পুলিশ স্থানীয় এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে। ধৃত ব্যাক্তির নাম সনৎ কুমার পন্ডিত। এদিন দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে ধৃতের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।
জানা গেছে, ২০ আগস্ট একটি জেসিবি দিয়ে পুকুর ভরাটের কাজ চলছিল। খবর পেয়ে ভূমি দফতরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে সেই কাজ বন্ধ করে দেন। নিউটাউনশিপ থানার পুলিশ পৌঁছে জেসিবিটি আটক করে। এবং পুকুর ভরাটে অভিযুক্ত সনৎ কুমার পন্ডিতকে গ্রেফতার করে। জমিটি দীর্ঘদিন ধরেই পড়েছিল, রেকর্ডে কি আছে তা তিনি জানেন না বলে দাবি ধৃতের ভাই সন্তোষ কুমার পন্ডিতের। কিন্তু লকডাউনে কেন কাজ করছিলেন জেসিবি মেশিন দিয়ে এই প্রশ্নের উত্তর এড়িয়ে যান সন্তোষবাবু। এদিকে ২৮ নং ওয়ার্ডের কাউন্সিলর অঙ্কিতা চৌধুরী বলেন, ‘আইন না মেনে কাজ করলে আইন ভঙ্গকারীর বিরুদ্ধে প্রশাসন উপযুক্ত ব্যাবস্থা নেবে এই বিষয়ে আমি কিছু বলবো না।’