দুর্গাপুরের সগড়ভাঙায় মঙ্গলবার রাতে অগ্নিদগ্ধ হয়ে মৃত অজ্ঞাত পরিচয় ব্যক্তির বৃহস্পতিবার পরিচয় জানতে পেরে স্থানীয় বাসিন্দারা খুনের অভিযোগে চড়াও হল মৃত ব্যক্তির পরিবারের উপর। স্থানীয় বাসিন্দারা বৃহস্পতিবার ক্ষোভে ফেটে পড়ে মারধর করে মৃতের স্ত্রী ও পরিবার পরিজনদের। কোকওভেন থানার পুলিশ মৃতের স্ত্রী ও পরিবার পরিজনদের উদ্ধার করতে এলে পুলিশের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের বচসা বেধে যায়। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায় বৃহস্পতিবার।
জানা গেছে মৃত ব্যক্তির নাম তাপস মিত্র। সগড়ভাঙার বাসিন্দা। পূর্বে ব্যাবসা করতেন। বর্তমানে বেসরকারি সংস্থায় নিরাপত্তা রক্ষীর কাজ করতেন। স্ত্রী ও পুত্রের সঙ্গে বনিবনা হচ্ছিল না তাপস বাবুর বলে জানায় স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, স্ত্রী মন্দিরা মিত্র ও ছেলে তুঙ্গীষ মিত্র বাড়িতে অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছিল। তাপসবাবু প্রতিবাদ করায় তাপসবাবুকে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় স্ত্রী মন্দিরা মিত্র ও পুত্র তুঙ্গীষ বলে পড়শীদের অভিযোগ। পুলিশ তদন্তে নেমেই অজ্ঞাত ওই মৃত ব্যক্তির নাম ও পরিচয় জানতে পারে। বৃহস্পতিবার সকালে সেই খবর তাপসবাবুর পড়শীদের কানে পৌঁছাতেই তাপসবাবুর বাড়িতে চড়াও হয় পড়শীরা। শেষমেষ পুলিশ মৃত তাপস মিত্রের স্ত্রী সহ পরিবারের লোকজনদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। মৃত তাপস মিত্রের একমাত্র ছেলে তুঙ্গীষ পলাতক।