দুর্গাপুরের এমএএমসি বি২’র বাসিন্দা বছর একুশের রাজেশ তাঁতি সোমবার থেকে নিখোঁজ ছিল। মাছ ধরতে যাচ্ছে বলে বাড়ি থেকে বের হয় রাজেশ। কিন্তু সোমবার রাত পর্যন্ত রাজেশ বাড়ি না ফেরায় রাজেশের বাড়ির লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর পুলিশের দ্বারস্থ হন।
মঙ্গলবার সিটি সেন্টারের পিয়ালা গ্রামের জাতীয় সড়কের ধারে একটি খাল থেকে এক মৃতদেহ উদ্ধার হলে রাজেশের বাড়ির লোকজন লোকমুখে সেই খবর শুনে ছুটে এসে সেই মৃতদেহ যে নিখোঁজ রাজেশের তা নিশ্চিত করেন। কোক ওভেন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। জানা গেছে, মৃত রাজেশের মাছ ধরার নেশা ছিল। প্রায়ই বাড়ি থেকে মাছ ধরতে বেরিয়ে পড়ত। একই ভাবে সোমবারও বাড়ি থেকে মাছ ধরতে বের হয়েছিল রাজেশ। রাজেশের জলে ডুবে মৃত্যু নাকি এর পিছনে অন্য কোন কারণ রয়েছে পুলিশ তা খতিয়ে দেখছে। রাজেশের অকাল মৃত্যুতে এমএএমসি’র বি২ এলাকায় শোকের ছায়া নেমে আসে।