দীর্ঘ তিন বছর পর ফের কুমার মঙ্গলম পার্ক সর্বসাধারণের জন্য খোলার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ পার্কটি পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করেছে বলে জানা গেছে। রৌরকেল্লার একটি বেসরকারি সংস্থা কুমার মঙ্গলম পার্কটির বাণিজ্যিকভাবে পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য টেন্ডার পেয়েছে। সংশ্লিষ্ট সংস্থার ম্যানেজার ভাস্কর গুহ জানান, আমাদের সংস্থা কুমার মঙ্গলম পার্কটির টেন্ডার পেয়েছে। দ্রুত গতিতে পার্কটির পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ চলছে। আশা করছি ১৫ ডিসেম্বরের মধ্যে পার্কটি সর্বসাধারণের জন্য খুলে দিতে পারব। পার্কে শীত মরসূমে আগের মতোই পিকনিক করার ব্যবস্থা থাকবে।
Like Us On Facebook