পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে দুর্গাপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতর রবিবার জাতির জনক মহাত্মা গান্ধীর মহাপ্রয়াণ দিবস পালন করে। দুর্গাপুর তথ্যকেন্দ্রে গান্ধীজির প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা ও প্রার্থনা সভার মাধ্যমে দিনটি গভীর শ্রদ্ধার সহিত পালন করা হয়। গান্ধীজীর প্রতিকৃতিতে মাল্যদান করেন দুর্গাপুরের মহকুমা শাসক শেখর কুমার চৌধুরী। বক্তব্য রাখতে গিয়ে মহকুমা শাসক মহাত্মা গান্ধীর অহিংস নীতি তুলে ধরেন উপস্থিত সকলের সামনে। উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের মহানাগরিক অনিন্দিতা মুখোপাধ্যায়, চেয়ারম্যান মৃগেন্দ্র নাথ পাল ও পুরসভার শিক্ষা দফতরের মেয়র পারিষদ অঙ্কিতা চৌধুরী। মহাত্মা গান্ধীর স্মরণে রামধূন সঙ্গীত অনুষ্ঠিত হয়। পরিবেশন করেন দুর্গাপুর কয়ারের শিল্পীরা। সর্বধর্ম প্রার্থনা সভায় নিজের নিজের ধর্মগ্ৰন্থ থেকে পাঠ করেন হিন্দু, ইসলাম, খ্রীষ্টান, শিখ, বৌদ্ধ ও জৈন ধর্মের ধর্মগুরুরা। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন দুর্গাপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক নরেন্দ্র নাথ দত্ত।